More

    বরিশালের নদী থেকে এটিএম শামসুজ্জামানের ছেলের মরদেহ উদ্ধার

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ  বরিশালের মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের জয়ন্তী নদী থেকে এটিএম শামসুজ্জামানের ছেলের মরদেহ উদ্ধার একটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    ৩০ অক্টোবর সোমবার দুপুরে উদ্ধার মরদেহের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে পুলিশ নিশ্চিত হয়, তিনি অভিনেতা এটিএম শামসুজ্জামানের ছেলে এ টি এম খলিকুজ্জামান কুশল (৪৬)।

    স্বজনদের উদ্ধৃতি দিয়ে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব জানান, গত ২৪ অক্টোবর ঢাকার সূত্রাপুরের বাড়ি থেকে খুলনার উদ্দেশে যান কুশল।

    ২৬ অক্টোবর পর্যন্ত মোবাইলে যোগাযোগ হলেও এরপর তাকে আর পাওয়া যায়নি। আজ দুপুরে জয়ন্তী নদীতে একটি মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

    পুলিশ মরদেহটি উদ্ধার করে এর সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে তার পরিচয় নিশ্চিত করে। ওসি জানান, মরদেহের কোথাও আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্ত শেষে মরদেহটি ঢাকায় পাঠানো হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    দল ছেড়ে অন্য দলে যাবার প্রশ্নই ওঠে না, বিবিসি বাংলাকে রুমিন ফারহানা

    দলীয় মনোনয়ন না পেলেও দলের সাথে থেকেই রাজনীতি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন বিএনপি নেত্রী রুমিন ফারহানা। দল ছেড়ে অন্য...