কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি মাদারীপুরের কালকিনিতে শামীমা আক্তার ডালিয়া নামে এক শিক্ষকের ভাড়া বাড়িতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে।
আজ সোমবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। এসময়ে চোরের দল নগদ টাকা ও স্বর্নালংকার লুট করে নিয়ে যায়। পরিবার সূত্রে জানাগেছে,
শিক্ষক শামীমা আক্তার ডালিয়া পৌর এলাকার উত্তর রাজদি গ্রামের টিএনটি অফিসের পিছনে ভাড়া থাকতেন।
আজ সোমবার দুপুর ২টার দিকে শিক্ষিকা কর্মস্থলে থাকাকালে চোরের দল ওই তালাবদ্ধ বাসার সিটকানি কেটে দুর্ধর্ষ চুরি করে।
এসময় চোরেরা ভিতরের স্টিলের আলমারি ভেঙে নগদ অর্ধ লক্ষাধিক টাকা ও স্বর্ণালংকার চুড়ি, গলার চেইনসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। ভুক্তভোগী পুলিশ প্রশাসনের সহায়তা কামনা করেছেন।