স্টাফ রিপোর্টারঃ জয় দিয়ে বিশ্বকাপ শুরু। এরপর টানা পাঁচ ম্যাচ হারে বাংলাদেশ। টপ অর্ডারের সেই ব্যাটিং ব্যর্থতা আরও একবার দেখা গেলো পাকিস্তানের বিপক্ষে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। টপ অর্ডারের ব্যাটিং ব্যর্থতায় ২০৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ।
এরপর ইনিংসের তৃতীয় ওভারে আবারও উইকেট হারায় বাংলাদেশ। নিজের দ্বিতীয় ওভার করতে আসা শাহিনের বলে আউট হয়ে সাজঘরে ফিরে যান ক্রিজে আসা নাজমুল হাসান শান্ত।
৩ বলে ৪ রান করে ফিরে যান তিনি। ফিফটির পরেই দলীয় ১৩০ রানে ৭০ বলে ৫৬ রান করে সাজঘরে ফিরে যান রিয়াদ। তার বিদায়ের পর ক্রিজে এসেই ফিরে যান তাওহিদ হৃদয়।
৩ বলে ৭ রান করেন তিনি। এরপর লড়াই চালিয়ে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন মিরাজ। দলীয় ২০০ রানে ৩০ বলে ২৫ রান করে সাজঘরে ফিরে যান তিনি।
এরপর দ্রুতই আরও দুই উইকেট হারিয়ে ৪৫ ওভার ১ বলে ২০৪ রানে অলআউট হয় বাংলাদেশ। পাকিস্তানের পক্ষে শাহিন আফ্রিদি নেন ৩টি উইকেট