More

    কুরিয়ার সার্ভিসের গাড়িতে আগুন

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ  বগুড়া সদর উপজেলায় এ জে আর কুরিয়ার সার্ভিসের গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে অবরোধকারীরা।

    বিএনপি-জামায়াতের ডাকা তিনদিনের অবরোধের প্রথম দিন মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার বাঘোপাড়ায় ঢাকা-রংপুর মহাসড়কে এ ঘটনা ঘটে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া থেকে এ জে আর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান রংপুরে যাচ্ছিল। পথে বাঘোপাড়ায় অবরোধকারীরা গাড়িতে আগুন লাগিয়ে দেয়।

    এতে গাড়ির সামনের অংশ পুড়ে যায়। খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভায়। এ জে আর কুরিয়ার সার্ভিস বগুড়ার জোনাল ম্যানেজার আফছার উদ্দিন বলেন,

    অবরোধকারীদের দেওয়া আগুনে আমাদের অন্তত দুই কোটি টাকার মালামাল পুড়ে গেছে। সেখানে গ্রাহকদের মোবাইল ফোন, ল্যাপটপসহ অনেক গুরুত্বপূর্ণ মালামাল ছিল।

    বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) অসুস্থ, সোহরাওয়ার্দী মেডিকেলে ভর্তি

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) বেশ কিছুদিন ধরে লিভারজনিত জ্বরসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে...