More

    বরিশালে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে অবরোধ পালন করেছে বিএনপি

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের অবরোধ চলছে দেশজুড়ে। অবরোধের প্রথম দিনে বরিশালে স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ সড়কে টায়ার জ্বালিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে। আজ ৩১ অক্টোবর মঙ্গলবার বরিশাল সদর উপজেলার বরিশাল-লাকুটিয়া সড়কের এলাকার ভাঙ্গারপুল এই প্রিকেটিং ও বিক্ষোভ মিছিল করেছে বরিশাল মহানগর ও জেলা স্বেচ্ছাসেবক দল।

    প্রিকেটিং এর সময় তারা সড়কে টায়ার জালিয়ে রাস্তা অবরোধ করে ১ দফা দাবিতে স্লোগান দেয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসার পূর্বেই তারা ঐ স্থান থেকে চলে যায়। বিক্ষোভ মিছিলে অংশ নেয়া নেতৃবৃন্দরা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোঃ রহমত উল্লাহ্ এর অনুসারী।

    বিক্ষোভ মিছিল ও প্রিকেটিং এর নেতৃত্ব দেয়  বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের ১ নং যুগ্ম আহবায় তরিক সোলায়মান। এসময় উপস্থিত ছিল যুগ্ম আহ্বায়ক মিলন চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সাজ্জাদ ও মহানগরীর ৩০ নং ওয়ার্ডের সভাপতি জসীম সহ-১০-১৫ জন নেতাকর্মী।

    তবে গত রাতে বরিশাল মহানগর জামায়াতের আমির জহির উদদীন মোহাম্মদ বাবর, ছাত্রদল নেতা তুষার সহ বেশ কিছু নেতৃবৃন্দকে আটক করেছে পুলিশ। এরপরই বিএনপি’র দলীয় কার্যালয় ছিল তালাবদ্ধ। শহরের বেশ কয়েক জায়গায় নেতাকর্মীরা বিচ্ছিন্নভাবে বিক্ষোভ করেছে বলে জানিয়েছে নেতৃবৃন্দ।

    বিএনপি জামায়াতের নাশকতা রুখে দিতে মহানগর ও জেলা আওয়ামী লীগ দিবাগত রাতে নগরীর প্রধান প্রধান সড়কে ২ শতাধিক মোটরসাইকেল নিয়ে মহড়া দিয়েছে। এই মোহরার নেতৃত্ব ছিল বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

    জনগণের যানমালের নিরাপত্তায় নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপস্থিতি চোখে পড়ার মত। বাস টার্মিনাল, লঞ্চঘাট ও সরকারি গুরুত্বপূর্ণ অফিসগুলোর সামনে নিরাপত্তায় নিয়োজিত ছিল পুলিশ ও আনসার সদস্যরা। এছাড়াও বরিশাল র‌্যাব -৮ নগরজুড়ে টহল জোরদার রেখেছিল

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) অসুস্থ, সোহরাওয়ার্দী মেডিকেলে ভর্তি

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) বেশ কিছুদিন ধরে লিভারজনিত জ্বরসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে...