স্টাফ রিপোর্টারঃ বরিশালে সড়কে টায়ার জ্বালিয়ে ও বিক্ষোভ মিছিল করে আজ দ্বিতীয় দিনের মত বিএনপি জামায়েতের ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচি পালন করেছে নেতৃবৃন্দ।
বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করতে গিয়ে বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন ও মহানগরের আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক সহ ১০ নেতাকর্মীকে আটক করেছে বলে জানিয়েছে সহকারী পুলিশ কমিশনার ফজলু ।
আজ সকাল ৭ টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের সিএন্ডবি পুল এলাকায় অবরোধ কর্মসূচি পালন করতে গিয়ে তারা আটক হয়েছে। এছাড়াও বিভিন্ন স্থানে ছাত্রদল,যুবদল সহ সহযোগী সংগঠনগুলো বিক্ষিপ্তভাবে সড়ক অবরোধ করে প্রিকেটিং ও বিক্ষোভ মিছিল করেছে।
আটককৃতরা হলেন বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক,এ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন,বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক,সিনিয়র যুগ্ম- আহ্বায়ক আলী হায়দার বাবুল,নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল জেলা দক্ষিণের আহ্বায়ক আবুল হোসেন খান,মহানগর সদস্য আবু মুসা কাজল।
পুলিশ ১০ জন নেতাকর্মীকে আটক করার কথা স্বীকার করেছে। তবে মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদ দাবি করছে তাদের ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি এই গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে। পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম বলেছেন, জনগণের জান মালের নিরাপত্তা দিতে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
তাই যেকোনো ধরনের নাশকতা রুখে দিতে গোটা মেট্রোপলিটন এলাকা নিরাপত্তার চাঁদরে ঢেকে রেখেছে পুলিশ। তাদের সহযোগী হিসেবে রয়েছে আনসার সদস্যরা।
অপরদিকে মহানগর ও জেলা আওয়ামী লীগ পাড়া, মহল্লা ও মহাসড়কে মোটরসাইকেল নিয়ে দিনরাত শোডাউন(মহড়া) দিচ্ছে।