More

    বরিশালে সাকুরা পরিবহনের বাসচাপায় পথচারী নিহত

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ  বরিশাল নগরীর কাশিপুর এলাকায় সাকুরা পরিবহনের বাসচাপায় মো. মানিক হাওলাদার (৫০) নামে এক পথচারীর নিহত হয়েছে।

    বুধবার সকালে কাশিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মো. মানিক হাওলাদার কাশিপর এলাকার ফজলে আলী হাওলাদারের ছেলে।

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানার ওসি লোকমান হোসেন জানান, বিমানবন্দর থানাধীন গরীয়ারপার এলাকায় সকাল ৯টার দিকে ঢাকা থেকে বরিশালগামী সাকুরা পরিবহনের চাপায় নিহত হন পথচারী।

    এই ঘটনায় ঘাতক বাসটি আটক করলেও পালিয়েছেন বাসের চালক ও হেলপার।

    এ বিষয়ে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, সকালে ঢাকা থেকে বরিশাল গামী সাকুরা পরিবহনের একটি বাসের চাপায় মানিক হাওলাদার নামের একজন পথচারী নিহত হয়েছেন বলে জানা যায়।

    এ ঘটনায় বাসটি আটক করলেও পালিয়েছেন বাসের চালক, হেলপার। তবে তাদের ধরতে অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) অসুস্থ, সোহরাওয়ার্দী মেডিকেলে ভর্তি

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) বেশ কিছুদিন ধরে লিভারজনিত জ্বরসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে...