More

    বরিশালে বিভাগীয় পর্যায়ের বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ বরিশাল বিভাগীয় পর্যায়ের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) ২০২৩ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

    আজ ২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে বিভাগীয় পর্যায়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব (বালক-বালিকা)(অনুর্ধ-১৭) জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন করেন করেন বরিশালের বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী।

    বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয় ও জেলা ক্রীড়া অফিস এই টুর্নামেন্টের আয়োজন করেছে। উক্ত খেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ পারভেজ হাসান।

    বিশেষ অতিথি ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম বিপিএম (বার), অতিরিক্ত ডিআইজি বরিশাল রেঞ্জ মোঃ শহিদুল্লাহ, বরিশালের জেলা প্রশাসক শহিদুল ইসলাম,

    অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহজাহান হোসেন বিপিএমসহ অন্যান্য অতিথিবৃন্দ। জাতীয় সংগীত পরিবেশনের সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যদিয়ে অনুষ্ঠানের শুরু হয়। পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ বেলুন ফেস্টুন উড়িয়ে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন।

    উদ্বোধনী খেলায় বালক (অনূর্ধ্ব-১৭) পিরোজপুর বনাম পটুয়াখালী জেলা এবং বালিকা (অনূর্ধ্ব-১৭) পিরোজপুর বনাম পটুয়াখালী জেলার খেলা অনুষ্ঠিত হয়

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) অসুস্থ, সোহরাওয়ার্দী মেডিকেলে ভর্তি

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) বেশ কিছুদিন ধরে লিভারজনিত জ্বরসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে...