স্টাফ রিপোর্টারঃ ফিলিস্তিনে ইসরায়েলী বাহিনীর শিশু হত্যা নির্যাতনের প্রতিবাদ জানিয়ে বরিশালে চিত্রাংকন করেছে খেলাঘর বরিশালের শিশুরা।
খেলাঘর বরিশালের আয়োজনে আজ ৪ নভেম্বর বেলা ১১ টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদী মানববন্ধন ও চিত্রাংকন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেয়া শিশুরা ছবি এঁকে শিশু হত্যার প্রতিবাদ করেছে। তারা যুদ্ধ বন্ধের আহ্বান জানান। তারা বলেন, যুদ্ধ নয় শান্তি চাই, বারুদের গন্ধ নয় ফুলের সুবাস চাই। এসময় তাদের হাতে বিভিন্ন স্লোগানের প্লেকার্ড ছিল।
পরে টাউন হলের সামনে রং তুলি দিয়ে শিশুরা প্রতিবাদী চিত্রাংকন করে। মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন- খেলাঘর বরিশাল জেলার সভাপতি পঙ্কজ রায় চৌধুরী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাধারণ সম্পাদক তৌফিক আহম্মেদ রাহাত, সহ-সভাপতি শুভঙ্কর চক্রবর্ত্তী, কাজী সেলিনা, নিগার সুলতানা হনুফা।
মানববন্ধনের প্রতি সংহতি প্রকাশ করে আরো উপস্থিত ছিলেন ট্রেড ইউনিয়নের জেলার সভাপতি একে.আজাদ,
উপদেষ্টা হিরন কুমার দাস মিঠু,বরিশাল ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন সহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠনের নেতৃত্ব বৃন্দ