কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনিতে স্ত্রীর উপর ক্ষিপ্ত হয়ে বাবু বেপারী (২১) নামে এক অটোচালক গাছের সাথে গলায় রশি লাগিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
নিহত বাবু বেপারী পৌর এলাকার কাশিমপুর গ্রামের আক্কাস আলী বেপারীর ছেলে। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানাগেছে,
অটোচালক বাবু বেপারীর স্ত্রী কিছুদিন আগে পারিবারিক দ্বন্দ্বের জের ধরে বাবার বাড়ি চলে যায়। পরে বাবু বেপারী তার স্ত্রীকে বাবার বাড়ি থেকে ফিরে আসতে একাধিকবার অনুরোধ করে।
কিন্তু তার স্ত্রী বাবার বাড়ি থেকে আর ফিরে আসবে বলে অস্বীকার করে। এতে করে বাবু বেপারী ক্ষিপ্ত হয়ে বাড়ির পাশের একটি হিজল গাছের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করে।
পরে খবর পেয়ে কালকিনি থানা পুলিশ নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার করেন। নিহতের প্রতিবেশী কাশিমপুর গ্রামের বাসিন্দা ও পৌরসভা আ.লীগের প্রচার সম্পাদক মেহেদী হাসান মামুন জানান,
বাবু বেপারী স্ত্রী ঝগড়া বিবাদ করে বাবার বাড়িতে চলে যায়। সে চলে যাওয়ায় বাবু বেপারী ক্ষিপ্ত হয়ে আত্নহত্যা করেছে।
এ ব্যাপারে পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর আনিচুর রহমান আনিচ জানান, বাড়ির পাশের একটি গাছের সাথে গলায় রশি দিয়ে বাবু বেপারী আত্মহত্যা করেছে বলে জানান।
