More

    লঙ্কানদের ২৭৯ রানে আটকে দিল বাংলাদেশ

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ প্রথম ওভারেই মুশফিকুর রহিম ক্যারিয়ারের অন্যতম সেরা ক্যাচটা তালুবন্দি করেন। সাকিবের বুদ্ধিমত্তায় ‘টাইমড আউট’ হন অ্যাঞ্জেল ম্যাথুস। মুশফিক স্টাম্প তুলে একটি স্টাম্পিংও করেছেন।

    বাংলাদেশের পক্ষে আসা ওই তিন মুহূর্ত ঠেলে সেঞ্চুরি করেছেন লঙ্কান ব্যাটার চারিথা আশালঙ্কা। তারপরও লঙ্কানদের ২৭৯ রানে অলআউট করেছে বাংলাদেশ।

    দিল্লিতে টস জিতে বোলিং করতে নামে বাংলাদেশ। উইকেট-কন্ডিশন বিচার করে পেসার মুস্তাফিজের জায়গায় একাদশে ঢোকেন তানজিম হাসান সাকিব।

    বল হাতে নিয়ে প্রথম ওভারেই উইকেট তুলে নেন পেসার শরিফুল ইসলাম। এরপর শ্রীলঙ্কা ৬৬ ও ৭২ রানে হারায় দলের দুই সেট ব্যাটার কুশল মেন্ডিস ও পাথুন নিশাঙ্কাকে।

    তিনে নামা অধিনায়ক মেন্ডিসকে (১৯) বোল্ড করেন তানজিম। ওপেনার নিশাঙ্কাকে তুলে নেন অধিনায়ক সাকিব। ডানহাতি ওপেনার নিশাঙ্কা খেলেন ৪১ রানের ইনিংস।

    ওই ধাক্কা সাদিরা সামারাবিক্রমা ও চারিথা আশালঙ্কা ৬৩ রানের জুটিতে সামাল দেন। পাঁচে নামা আশালঙ্কা ১০৫ বলে ১০৮ রানের ইনিংস খেলে ওই আক্ষেপ অনেকটা মিটিয়ে দেন। ২৬ বছর বয়সী ব্যাটার ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরির ইনিংস সাজান ছয়টি চার ও পাঁচটি ছক্কার শটে।

    এছাড়া ধনাঞ্জয়া ডি সিলভা খেলেন ৩৪ রানের ইনিংস। মিরাজের বলে স্টাম্প তুলে তাকে আউট করেন মুশফিক। এছাড়া মহেষ থিকসানা ২২ রানের ইনিংস খেলেন। বাংলাদেশ দলের হয়ে দারুণ বোলিং করেছেন পেসার শরিফুল ইসলাম।

    তিনি ৯.৩ ওভারে ৫২ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। পেসার তানজিম সাকিব ১০ ওভারে ৮০ রান দিয়েছেন। তবে উইকেট নিয়েছেন ৩টি। এছাড়া ১০ ওভারে ৫৭ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) অসুস্থ, সোহরাওয়ার্দী মেডিকেলে ভর্তি

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) বেশ কিছুদিন ধরে লিভারজনিত জ্বরসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে...