More

    জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ জাতীয় সংসদের সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডক্টর আবদুস সোবহান গোলাপ এমপি তার নিজ সংসদীয় আসন মাদারীপুর -৩ আসনের স্থানীয় নেতাকর্মীদের সাথে একমত বিনিময় সভায় অংশগ্রহণ করেন।

    সোমবার (৬ নভেম্বর) সকাল ১০ টায় কালকিনি পৌরসভা মাঠে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দলীয় নেতা কর্মীদের নিয়ে মতবিনিময় সভা ২০২৩ আয়োজন করা হয়।

    দলীয় নেতা-কর্মীসহ ব্যাপক জনসমাগমের উপস্থিতিতে মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মাদারীপুর-৩ সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডক্টর আবদুস সোবহান গোলাপ এমপি তিনি তার বক্তব্য বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরেন,তিনি বলেন এই উন্নয়নের বিপক্ষে একটি মহল ষড়যন্ত্র করে হরতাল ও অবরোধ ডেকেছেন যা দেশের জনগণ প্রত্যাখ্যান করেছে।

    তিনি আরো বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষ ভালো থাকে শান্তিতে থাকে, তার ধারাবাহিকতায় মাদারীপুর তিন আসনের মানুষ ও শান্তিতে আছে। সভায় আরো উপস্থিত ছিলেন কালকিনি পৌর মেয়র এস এম হানিফ,

    জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ আবুল বাসার,পৌর আওয়ামী লীগের সভাপতি আইনজীবী আবুল বাসার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ লোকমান সরদার, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ মনিরুজ্জামান হাওলাদার,সাধারণ সম্পাদক নিজাম সরদার মহিলা আওয়ামী লীগের সভাপতি চায়না খানম,

    পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিস ডলি, সি ডি খান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চাঁন মিয়া সিকদার, ডাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ভাসাই, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম,শিকারমঙ্গল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজ মৃধাসহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) অসুস্থ, সোহরাওয়ার্দী মেডিকেলে ভর্তি

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) বেশ কিছুদিন ধরে লিভারজনিত জ্বরসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে...