More

    বরিশালে ৭ দিনব্যাপী বিভাগীয় বইমেলা উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজনে বরিশাল বিভাগীয় বইমেলা ২০২৩ উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। আজ ৭ নভেম্বর মঙ্গলবার বিকাল ৪ টায় বরিশাল সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এই প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।

    বরিশালের বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী সাংবাদিকদের সাথে বরিশাল বিভাগীয় বইমেলার উদ্বোধন ও সার্বিক বিষয়ে কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ পারভেজ হাসান,স্থানীয় সরকারের বরিশালের উপ-পরিচালক গৌতম বাড়ৈ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনদীপ ঘরাইসহ বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন।

    সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, ও বাংলাদেশ পুস্তক প্রকাশক-বিক্রেতা সমিতির সহযোগিতায় এবং বরিশাল বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় জাতীয় গ্রন্থকেন্দ্রের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে বিভাগীশ বই মেলা।

    বরিশাল বিভাগীয় বইমেলা আগামী ৮ নভেম্বর বুধবার বিকাল ৪টায় বইমেলার শুভ উদ্বোধন করবেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি।বই মেলা চলবে ৭ দিন। ০৮-১৪ নভেম্বর পর্যন্ত প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮ টা পর্যন্ত বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে অনুষ্ঠিত হবে এই বই মেলা।

    ০৭ দিনব্যাপী উক্ত বইমেলায় সরকারী বিভিন্ন দপ্তরের ১৯ টি প্রতিষ্ঠানসহ বাংলাদেশের স্বনামধন্য ৩৮ টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। এছাড়াও ০৯ নভেম্বর ২০২৩ থেকে ১৩ নভেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শিশু একাডেমি থেকে আগত শিক্ষার্থীদের নিয়ে কচিকাচাঁর উৎসব, চিত্রাংকন, বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

    উক্ত আয়োজনের পাশাপাশি চলচ্চিত্র ও কথা সাহিত্য; সমসাময়িক সাহিত্য, সোশ্যাল মিডিয়ার ব্যবহার ও প্রাসঙ্গিকতা; বরিশালের সাহিত্য অথবা সাহিত্যে বরিশাল: অতীত, বর্তমান ও ভবিষ্যৎ বিষয়ক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে।

    প্রতিদিন সন্ধ্যা ০৬.৩০ মিনিট হতে মেলা প্রাঙ্গণে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠণের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। আগামী ৮ নভেম্বর ২০২৩ তারিখ বুধবার বিকাল ৪ টায় বইমেলার শুভ উদ্বোধন করবেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব নাফরিজা শ্যামা, বরিশাল রেন্জ ডিআইজি মোঃ জামিল হাসান,বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম, জাতীয় গ্রন্থকেন্দ্র বরিশালের পরিচালক; মিনার মনসুর, বরিশালের জেলা প্রশাসক শহিদুল ইসলাম,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস,বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির পরিচালক নেসার উদ্দিন আয়ূব।

    আগামী ১৪ নভেম্বর ২০২৩ তারিখ সন্ধ্যা সড়ে ৬ টায় সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজনের সময় নির্ধারণ করা হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জননিরাপত্তা বিভাগের অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মোঃ আমিনুল ইসলাম খান।উভয় অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বরিশাল মোঃ শওকত আলী, বিভাগীয় কমিশনার

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পটুয়াখালীর আওয়ামী লীগ নেতা স্ত্রীসহ ঢাকায় ধরা

    পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মনির খান ও সদর উপজেলার...