More

    মেয়র সাদিকের বিদায়ের পরই ৮শ’ কোটি টাকার অনুমোদন পেল বরিশাল সিটি করপোরেশন

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বরিশাল সিটি করপোরেশনের দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার কয়েক ঘণ্টা পরেই একনেক সভায় কয়েকশত কোটি টাকার প্রকল্পের অনুমোদন দেওয়ার খবর এসেছে।

    টানা পাঁচ বছর পর বরিশাল নগরের উন্নয়নে একসঙ্গে এত টাকার উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়ায় খুশী নগরবাসী, এরইমধ্যে অনেকেই করেছেন মিষ্টি বিতরণও। সেইসঙ্গে প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন নতুন মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতও।

    বৃহস্পতিবার (৯ নভেম্বর) বরিশাল নগরীকে নতুন করে সাজানোর প্রত্যয় ব্যক্ত করে নতুন মেয়র বলেন, আমরা বরিশালবাসী জননেত্রী শেখ হাসিনার প্রতি চির কৃতজ্ঞ, আমিও আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি।

    তিনি আমাদের এত তাড়াতাড়ি যে বরাদ্দ দিয়েছেন তাতে বরিশালবাসী খুবই খুশি ও আনন্দিত। বরিশালবাসী তাকে চিরজীবন স্মরণ করবে। জানা গেছে, বৃহস্পতিবার ৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ৩৯ হাজার ৩৪৪ কোটি টাকা ব্যয়ে ৪৪ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি ।

    পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভা শেষে সাংবাদিকদের কাছে এ তথ্য তুলে ধরেন । ২০১৮ সালে দায়িত্ব নেওয়ার পর তেমন কোনো সরকারি বরাদ্দ আনতে পারেনি বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

    একাধিকবার নানা ধরনের প্রকল্প জমা দিয়েও তেমন কোনো ফলাফল আনতে পারেননি। তবে বৃহস্পতিবার মেয়র পদ থেকে বিদায় নেওয়ার কিছু ঘণ্টা পরই বরিশাল নগরের উন্নয়নের জন্য প্রকল্প অনুমোদনের খবর আসে।

    আর অনেক বছর পর বরিশাল নগরীর উন্নয়নে সরকারের শেষ সময় এই টাকা বরাদ্দের জন্য বরিশালে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

    নগরবাসীর মধ্যে দেখা গিয়েছে উচ্ছ্বাস। এদিকে, আগামী ১৪ নভেম্বর বরিশাল সিটির দায়িত্ব নেবেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত)। এ লক্ষ্যে এরইমধ্যে নগরজুড়ে তোরণ, ব্যানার ও আলোকসজ্জা করে অভিষেক অনুষ্ঠানের আয়োজনের প্রস্তুতি চলছে।

    পুরো মেয়াদকালে আলোচনা-সমালোচনায় থাকা সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ২০২৩ সালে বরিশাল সিটি করপোরেশনের পঞ্চম পরিষদের নির্বাচনে দলীয় মনোনয়ন পাননি।

    তার পরিবর্তে আওয়ামী লীগের মনোনয়ন পান তার চাচা আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত। তিনি গত ১২ জুনের ভোটে ৮৭ হাজার ৮০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পটুয়াখালীর আওয়ামী লীগ নেতা স্ত্রীসহ ঢাকায় ধরা

    পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মনির খান ও সদর উপজেলার...