More

    নুর হোসেন দিবসে বাম গণতান্ত্রিক জোটের শ্রদ্ধাঞ্জলি

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ আজ ১০ নভেম্বর শহীদ নুর হোসেন দিবস। দিবসটি উপলক্ষে শহীদ মিনারে বাম গণতান্ত্রিক জোট সংক্ষিপ্ত সমাবেশ করে ও নুর হোসেন স্মরণে শ্রদ্ধা নিবেদন করেছে।

    শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা শাখার সমন্বয়কারী শাহ আজিজ খোকন।

    বক্তব্য রাখেন সিপিবি বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম ও বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডা: মনীষা চক্রবর্তী।

    বক্তারা বলেন , স্বৈরাচারবিরোধী আন্দোলনের অমর শহীদ নুর হোসেন। “স্বৈরাচার নিপাত যাক-গণতন্ত্র মুক্তি পাক” ১৯৮৭ সালের ১০ নভেম্বর জনগনের প্রাণের এই স্লোগানকে বুকে পিঠে লিখে মিছিলে আসায় শাসকের বুলেট তাকে ঝাঁঝরা করে দেয়।

    নুর হোসেন শহীদ হয়েছেন, কিন্তু তার আকাঙ্ক্ষিত গণতন্ত্র আজও আসেনি। আজকের দিনে গণতন্ত্র ও শোষণমুক্তির আন্দোলনে নুর হোসেনের চেতনা আমাদের অনুপ্রেরণা।

    সমাবেশ শেষে বাম জোটের নেতৃবন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ নুর হোসেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পিরোজপুরে আফতাবউদ্দিন কলেজে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

    পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে আফতাবউদ্দিন কলেজে নবীনবরণ ও বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ নভেম্বর) সকালে পিরোজপুর পৌরসভার একমাত্র...