স্টাফ রিপোর্টারঃ বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র হিসেবে আগামী মঙ্গলবার দায়িত্ব নিতে যাচ্ছেন আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত।
সিটি করপোরেশনের পঞ্চম পরিষদের নেতৃত্ব দিতে আর এক দিন পরই অভিষেক হবে তাঁর। এ উপলক্ষে নগরীকে নতুন করে সাজানো হয়েছে।
অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের বিভিন্ন করপোরেশনের মেয়রসহ হেভিওয়েট আওয়ামী লীগ নেতারা।
এদিকে মেয়র খোকন আজ রোববার এক মতবিনিময় সভায় ‘নতুন বরিশাল’ গড়ার লক্ষ্যে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চেয়েছেন।
মতবিনিময় সভায় মেয়র খোকন বলেন, শেখ হাসিনা তাঁকে যে দায়িত্ব দিয়েছেন তা বড় কঠিন। এখানে কোনো উন্নয়ন হয়নি।
সেই বিবেচনায় প্রধানমন্ত্রী ৭৯৭ কোটি টাকার বরাদ্দ বরিশালবাসীকে উপহার দিয়েছেন। এর মাধ্যমে নগরের রাস্তাঘাট, বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা দূর করা হবে। তিনি বলেন,
করপোরেশনের প্রশাসনিক ব্যবস্থা পুনর্গঠন করতে হবে। আপনাদের কাছে অনুরোধ, নতুন বরিশাল গড়তে সহযোগিতা করুন।