স্টাফ রিপোর্টারঃ বরিশাল নগরীর কাউনিয়া এলাকায় অভিযান চালিয়ে ৮৯০ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে পুলিশ।
গতকাল রবিবার রাতে এই অভিযান চালায় নগরীর কাউনিয়া থানা পুলিশ। সোমবার বিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,
গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানার একটি দল নগরীর ১ নম্বর ওয়ার্ডের কাউনিয়া বিসিক রোড খান সড়ক সংলগ্ন জনৈক আবদুল হাকিম বেপারীর চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে অলোক বসুকে ৮৯০ পিস ইয়াবাসহ আটক করে কাউনিয়া থানা পুলিশ।
আটক অলোক নগরীর শ্রীনাথ চ্যাটার্জী লেনের প্রয়াত অশোক বসুর ছেলে।
এ ঘটনায় কাউনিয়া থানায় তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।