স্টাফ রিপোর্টার: আজ সকাল ৬ টা থেকে দেশব্যাপী একতরফা নির্বাচনের গণবিরোধী তফসিল বাতিলের দাবিতে বাম গণতান্ত্রিক জোটের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা শাখার উদ্যোগে বরিশাল শহরে হরতাল পালিত হয়।
সকাল ৬টা থেকে সদর রোডের বিভিন্ন পয়েন্টে পিকেটিংয়ে সাধারণ জনগণ স্বতঃস্ফূর্ত সংহতি জানালেও সকাল ১০টার দিকে পুলিশি লাঠিয়াল বাহিনী বাম জোটের নেতৃবৃন্দের উপর হামলে পড়ে।
এসময়ে হামলার শিকার হয় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার দপ্তর সম্পাদক লামিয়া সাইমুন ও বাম জোটের নেতৃবৃন্দ।
পিকেটিং শেষে একটি মিছিল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অশ্বিনী কুমার হল চত্বরে এসে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট লীগ নেতা শাহ আজিজুর রহমান খোকন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বরিশাল জেলা শাখার সভাপতি মিজানুর রহমান সেলিম,বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মল্লিক,
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সভাপতি বিজন সিকদার প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, এই সরকার ২০১৪ সালে ১৫৪ জন বিনাভোটের সংসদকে নির্বাচিত করেছে, ২০১৮ সালে নৈশভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে।
২০২৩ সালে ও এই সরকার একতরফা নির্বাচনের মাধ্যমে আবার ক্ষমতায় এসে স্বৈরাচারী নিপীড়ন চালানোর পায়তারা করছে। পুলিশ ও আমলাতন্ত্রের উপর ভর করে এই সরকার ১৫ বছর ধরে স্বৈরতন্ত্র কায়েম করে রেখেছে।
আর সেকারণেই অগণতান্ত্রিক এই তফসিলের বিরুদ্ধে বাম জোটের হরতালে জনগনের স্বতঃস্ফূর্ত সমর্থন দেখে পুলিশ বাম জোটের নেতৃবৃন্দের উপর হামলা করেছে।
নেতৃবৃন্দ বলেন, বাম গণতান্ত্রিক জোট জনগণকে সাথে নিয়ে এই অগণতান্ত্রিক একতরফা নির্বাচন প্রতিহত করার জন্য দুর্বার আন্দোলন গড়ে তুলবে। নেতৃবৃন্দ নারায়নগঞ্জসহ সারাদেশে বাম জোটের হরতালে পুলিশী বাধা ও লাঠিচার্জের তীব্র নিন্দা জানান।