More

    ফরিদপুরের ভাঙ্গার সড়ক দুর্ঘটনায় – ২ পুলিশ সদস্য নিহত

    অবশ্যই পরুন

    মাদারীপুর প্রতিনিধি: ফরিদপুর- বরিশাল মহাসড়কের ভাঙ্গা- নগরকান্দার সীমান্তবর্তী পুখুরিয়া বাসষ্টান্ডে সিএনজিচালিত অটোরিকশা উল্টে ২ পুলিশ সদস্য নিহত এবং চালক সহ ৪ জন আহত হয়েছেন।

    শুক্রবার ভোর সাড়ে ৫ টায় পুখুরিয়া বাসস্ট্যান্ডে অটোরিক্সা উল্টে এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে ভাঙ্গা হাইওয়ে থানার ৫ পুলিশ সদস্য ফরিদপুরের মধুখালীতে বার্ষিক ফায়ারিং অনুশীলনে অংশগ্রহণের জন্য

    অটোরিকশায় করে যাওয়ার সময় পুকুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় অটোরিক্সা উল্টে ঘটনাস্থলে ২ পুলিশ সদস্য নিহত হয় এবং অটোরিক্সার চালক সহ ৪ জন আহত হয়।

    নিহত পুলিশ সদস্যরা হলেন, ভাঙ্গা হাইওয়ে থানার নায়েক নাজমুল ও কনস্টেবল নাসির হোসেন। আহত হয়েছেন কনস্টেবল জাকির হোসেন, ইব্রাহীম হোসেন , মিথোয়াইচিং মারমা এবং অটোরিকশা চালক । খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ,

    স্থানীয় থানা ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালিয়ে আহতদের ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। প্রতক্ষ্যদর্শীরা জানান, বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল ছিল হঠাৎ

    বিকট শব্দে পুখুরিয়া বাসস্ট্যান্ডে দ্রুতগতির পুলিশ বহনকারী অটোরিকশাটি উল্টে দুর্ঘটনায় পতিত হয় । এ সময় কয়েকজন পুলিশ সদস্য ভেতরে আটকা পড়ে।

    ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি খাইরুল আনাম জানান, ঘটনাস্থলেই দুইজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহতদের অবস্থাও আশঙ্কাজনক।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) অসুস্থ, সোহরাওয়ার্দী মেডিকেলে ভর্তি

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) বেশ কিছুদিন ধরে লিভারজনিত জ্বরসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে...