More

    মাছ শিকারে যাওয়া ২০টি ট্রলার সমুদ্রে নিখোঁজ

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টার: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে আজ শুক্রবার ১৭ নভেম্বর সকাল থেকে বরগুনায় দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে।

    সাগর উত্তাল থাকলেও বরগুনায় মাছ ধরার বেশির ভাগ ট্রলার এখনো তীরে ফেরেনি। এর মধ্যে ২০টির বেশি ট্রলারের সঙ্গে যোগাযোগ করতে পারছে না মালিক সমিতি।

    বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় মিধিলিতে রূপ নিয়েছে। আবহাওয়া অধিদপ্তর মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৭ নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৬ নম্বর বিপদসংকেত জারি করেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।

    বরগুনা জেলা ট্রলার মালিক সমিতি জানায়, জেলায় প্রায় দেড় হাজার ট্রলার সাগর মোহনায় ও গভীর সাগরে মাছ শিকার করে। প্রায় সব ট্রলার নিয়েই সাগরে মাছ শিকারে গেছেন জেলেরা।

    ঘূর্ণিঝড়ের সতর্কসংকেতের পরও এসব ট্রলার তীরে ফেরেনি। সতর্ক সংকেতকে জেলেরা তেমন গুরুত্ব দিচ্ছেন না বলে জানিয়ে বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি মোস্তফা চৌধুরী বলেন,

    সাগর তেমন উত্তাল না থাকার কারণে জেলেরা তীরে ফিরছেন না। এর মধ্যে ২০টির বেশি ট্রলারের সঙ্গে তাঁরা যোগাযোগ করতে পারছেন না।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) অসুস্থ, সোহরাওয়ার্দী মেডিকেলে ভর্তি

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) বেশ কিছুদিন ধরে লিভারজনিত জ্বরসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে...