More

    ৬শ পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেফতার

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ বরিশাল নগরীর পুরানপাড়া এলাকা থেকে ৬০০ পিস ইয়াবাসহ দুই কারবারিকে গ্রেফতার করে পুলিশ।

    ২৩ নভেম্বর বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে নগরীর ৩ নম্বর ওয়ার্ডস্থ পুরানপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। যা নিশ্চিত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।

    গ্রেফতাররা হলেন- নগরীর ৩ নম্বর ওয়ার্ড পুরানপাড়া এলাকার মোঃ মোস্তফা খার ছেলে মোঃ আরিফ (২১) ও বরগুনার বেতাগী উপজেলার বিবিচিনির মোঃ সালাম মল্লিকের ছেলে সজিব (২৫)।

    পুলিশ বলেন, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে নগরীর ৩ নম্বর ওয়ার্ডস্থ পুরানপাড়ায় এলাকায় কাউনিয়া থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে আটক করেন তাদের।

    এ সময় তাদের কাছ থেকে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানা যায়। গ্রেফতারকৃত বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান মেট্রোপলিটন পুলিশ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে মাছের দামে আগুন

    বরিশালে কয়েকদিন ধরে সবজি ও মুরগির মাংসের দাম সাধারণের নাগালের মধ্যে রয়েছে। তবে আগের তুলনায় বেড়েছে মাছের দাম। সোমবার...