মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনিতে গত কয়েকদিন ধরে রাতের আধারে গরু চুরির হিড়িক পড়েছে। এ ঘটনায় চোর আতঙ্কে রাত জেগে এলাকায় পাহাড়া বসিয়েছে স্থানীয়রা। আজ সোমবার দুপুরে এলাকা ও ভুক্তভোগী পরিবার সূত্রে এতথ্য নিশ্চিত করা হয়েছে।
সরেজমিন সূত্রে জানাগেছে,উপজেলার শিকারমঙ্গল এলাকার পশ্চিম শিকারমঙ্গল গ্রামের বাবলু সরদারের গোয়ালঘর থেকে একই সঙ্গে ৬ টি গরু চুরি করে নিয়ে গেছে চোরচক্ররা। রোববার গভীর রাতে এ চুরির ঘটনা ঘটে।
এতে করে কৃষক বাবুল সরদারের প্রায় ১২ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে। অপরদিকে গত শুক্রবার গভীর রাতে উপজেলার পশ্চিম শিকারমঙ্গল চৌকিদার বাড়ি মোড় এলাকার অসহায় কৃষক আলমগীর শিকদারের গোয়ালঘর ঘর থেকে তিনটি গরু চুরি করে নিয়ে গেছে চোরচক্র।
যার আনুমানিক মূল্য পাঁচ লক্ষ টাকা। ভুক্তভোগী আলমগীরের শেষ সম্বল গরু তিনটি চোরে নিয়ে যাওয়ায় পুরোপুরি নিঃস্ব পড়েছেন। এ চুরির খবরে উপজেলার উত্তর কাষ্টগরসহ কয়েকটি গ্রামে পাহাড়া বসিয়েছে এলাকাবাসী।
ভুক্তভোগী কাষ্টগর গ্রামের জাফর বলেন, শনিবার রাতে আমার বাড়ি থেকে আমার ইজি বাইক নেয়ার চেষ্টা করেছে চোরেরা। এ ছাড়া একটার পর একটা চুরির ঘটনা ঘটেই চলছে। তাই আমরা রাতে চোর পাহাড়া দিতেছি।
ভুক্তভোগী বাবুল সরদার বলেন, আমার গরু চুরি হয়ে গেছে। আমি প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছি। ভুক্তভোগী আলমগীর শিকদার কান্না জরিত কন্ঠে বলেন, আমার তিনটি গরু ছাড়া আর কিছু নেই।
আমি গরু থেকে দুধ আহরন করে প্রতিদিন বাজারে বিক্রি করে সংসার চালাতাম। আমার সব শেষ হয়ে গেল। এব্যাপারে কালকিনি থানার ওসি নাজমুল হাসান জানান, আমরা দ্রুত চোরদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা নেয়ার জন্য জোর চেষ্টা চালাচ্ছি।