স্টাফ রিপোর্টারঃ ভোলার দ্বীপ উপজেলা মনপুরা দেড় কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে আটক করেছে মনপুরা থানা পুলিশ।
২০ ডিসেম্বর দুপুর ১টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ৩ নং ওয়ার্ড সূর্যমুখী এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। আটকৃত মাদক ব্যবসায়ীরা হলেন-দক্ষিণ সাকুচিয়া ৪নং ওয়ার্ড এর বাসিন্দা মৃত জিতেন্দ্র মজুমদার এর ছেলে নন্দলাল (নন্দা) (৪৫) ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে নোয়াখালি যাত্রীবাহী ট্রলার যোগে একটি মাদকে এর বড় চালান মনপুরায় সূর্যমুখী নামক স্থানে আসবে ।
মনপুরা উপ-পরিদর্শক (এসআই) সাইদুল ইসলাম এর নেতৃত্বে এএসআই আল মামুন,কনস্টেবল পংকোজ কুমার,নারী পুলিশ সদস্য শ্রাবন্তীসহ সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকদ্রব্য উদ্ধারের অংশ হিসেবে সাকুচিয়া সূর্যমুখী এলাকায় তল্লাসি চকি বসায় পুলিশ।
এ সময় যাত্রীদেরকে হেফাজতে রেখে নন্দলাল কে হাতেনাতে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে পলিথিনে মোড়ানো দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়।
মনপুরা থানা অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন।তিনি বলেন, আটককৃত মাদক ব্যবসায়ী নন্দলাল দীর্ঘদিন ধরে মাদক কারবারির সাথে জড়িত রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ নন্দলালকে আটক করা হয়েছে । মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে তাকে আদালতে