More

    বার্সেলোনায় ব্রাজিলের ‘ছোট বাঘ’

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ লাতিন আমেরিকাকে ‘ফুটবলারের খনি’ বললে ভুল বলা হবে না। দুনিয়া কাঁপানো ফুটবলারদের সংখ্যা লাতিন অঞ্চলেরই বেশি।

    এবার এলাকাটাকে ছোট করে যদি শুধু ব্রাজিলের কথা যদি বলা হয়? বিশ্বসেরা সব ফুটবলারই দিয়েছে ব্রাজিল। পেলে থেকে শুরু করে হালের ভিনিসিয়ুস জুনিয়র, আরও কত কত সব নাম।

    আবার প্রতিভার অপচয়ও আছে ব্রাজিলের ফুটবলে। ইউরোপিয়ান ফুটবলে পাড়ি দিয়ে পা হড়কানো ফুটবলারের সংখ্যাও কম নয়। তবে মোটা দাগে ব্রাজিলিয়ানদের দাপট ইউরোপিয়ান ফুটবলে সবসময়ই বেশি। তাই তো ব্রাজিলের ঘরোয়া ফুটবলে কেউ আলো ছড়ালেই চোখ পড়ে ইউরোপের নামি ক্লাবগুলোর।

    অমনি নেমে পড়ে ‘যুদ্ধে’। কে কার আগে খেলোয়াড়টিকে দলে আনতে পারবে, চলে প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতা শেষে ইউরোপিয়ান ফুটবলে সবশেষ সংযোজন ভিতর রোকি।

    এ বছরের লাতিন আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে আলো ছড়িয়ে লোভনীয় হয়ে উঠেছিলেন তিনি। চোখ পড়ে ইউরোপের বড় ক্লাবগুলোর। প্যারিস সেন্ত জার্মেই, চেলসি, আর্সেনাল, বায়ার্ন মিউনিখ, লিভারপুলের রাডারে ছিলেন রোকি।

    তবে সবাইকে পাশ কাটিয়ে এই ব্রাজিলিয়ান তরুণ বেছে নিয়েছেন বার্সেলোনাকে। এই খবর নতুন নয়। গত জুলাইতেই নিশ্চিত হয়ে গিয়েছিল রোকি নাম লেখাচ্ছেন কাতালান ক্লাবটিতে। সেই সময়টাও চলে এসেছে। বুধবার নতুন ঠিকানায় যোগ দিতে বার্সেলোনায় পৌঁছে যান তিনি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    হঠাৎ উত্তপ্ত ভাঙ্গা: উপজেলা পরিষদে আগুন, থানার গাড়ি ভাঙচুর

    ফরিদপুরে সংসদীয় আসন সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ও পুরনো সীমানা বহালের দাবিতে আন্দোলনরতরা ভাঙ্গা থানায় ঢুকে গাড়ি ভাঙচুর এবং উপজেলা...