More

    আচরণবিধি লঙ্ঘনে স্বতন্ত্র প্রার্থীর প্রার্থিতা বাতিল

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ নির্বাচনী আচরণবিধি ভঙ্গ ও অনিয়মের কারণে লক্ষ্মীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হাবিবুর রহমান পবনের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুর ইসির উপ-সচিব মো. আব্দুছ সালাম স্বাক্ষরিত এক চিঠিতে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের কথা জানানো হয়।

    জানা যায়, নির্বাচনী আচরণবিধি ভঙ্গের কারণে প্রথমবারের মতো কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হলো। লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের স্বতন্ত্র পদপ্রার্থী মোহাম্মদ হাবিবুর রহমান পবন শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ২২ মিনিটে লক্ষ্মীপুর জেলা প্রশাসক সুরাইয়া জাহানকে সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপে কল করেন।

    এ সময় তিনি নির্বাচনী বিভিন্ন অভিযোগ নিয়ে কথা বলেন। এর একপর্যায়ে স্বতন্ত্র প্রার্থী বিভিন্ন বিষয় নিয়ে আপত্তিকর বক্তব্য দেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...