স্টাফ রিপোর্টারঃ প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হারের ঝাল যেন দ্বিতীয় টেস্টের শুরুতেই ঝাড়ল ভারত। টস হেরে বল করতে নেমে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের নিয়ে ছেলেখেলা করেছেন মোহাম্মদ সিরাজ-জাসপ্রিত বুমরাহরা।
এর মধ্যে ডানহাতি পেসার সিরাজের সুইংয়ের কোন জবাব ছিল না প্রোটিয়াদের কাছে। তার বোলিং তোপে পড়ে মাত্র ৫৫ রানে অলআউট হয়েছে দক্ষিণ আফ্রিকা। টেস্টে যা তাদের অষ্টম সর্বনিম্ন রান।
দক্ষিণ আফ্রিকা ১৫ রানে হারায় টপ অর্ডারের ৪ ব্যাটারকে। এর মধ্যে ওপেনার এইডেন মার্করাম (২), ডিন এলগার (৪) ও তিনে নামা টনি ডি জর্জিকে (২) তুলে নেন সিরাজ। পরে আরও তিন উইকেট নেন সিরাজ।
দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ রান করেন কাইল ভারায়েনে ও ডেভিড বেলিংহাম। তারা যথাক্রমে ১৫ ও ১২ রান করেন। আর কেউ ১০ রানের ঘরে ঢুকতে পারেননি। ভারতের হয়ে মোহাম্মদ সিরাজ ৯ ওভার বোলিং করে মাত্র ১৫ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন। জাসপ্রিত বুমরাহ ও মুকেশ কুমার নিয়েছেন ২টি করে উইকেট।
