More

    বরিশালে আগুন পোহাতে গিয়ে বৃদ্ধার মৃত্যু

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ বরিশালের উজিরপুরের গুঠিয়া ইউনিয়নের নিত্যনন্দি গ্রামে তীব্র শীত থেকে বাঁচতে আগুন পোহাতে গিয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রোববার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। বৃদ্ধার নাম চানবারু বেগম (৮০)। তিনি ওই এলাকার বাসিন্দা।

    স্থানীয় সূত্রে জানা যায়, নিত্য নন্দী গ্রামের চানবরু তার স্বামীর মৃত্যুর পর থেকে বসতঘরে একাই বসবাস করেন। ছেলে-মেয়ের সঙ্গে স্বামীর ভিটা ছেড়ে থাকতেন না। রাতে কুপির বাতি জ্বালিয়ে তীব্র শীত থেকে বাঁচতে আগুন পোহাচ্ছিলেন। আগুন না নিভিয়ে তিনি ঘুমিয়ে পড়েন। রাতের কোনো এক সময় কুপির আগুন তার বসতঘরের কাঠ ও টিনে লেগে চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় তার ডাক-চিৎকারে স্থানীয় লোকজন এসে উদ্ধার করে বসতঘরের আগুন নিয়ন্ত্রণ করে।

    গুঠিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোহাম্মদ রফিক বলেন, আহত চানবারুকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) তৌহিদুজ্জামান সোহাগ বলেন, স্বামীর মৃত্যুর পর থেকে বৃদ্ধা তার বসতবাড়িতে থাকতো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কুপির আগুনে দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বিএম কলেজে ছাত্রশিবিরের স্বাস্থ্যসেবা ক্যাম্পে শিক্ষার্থীদের ব্যাপক সাড়া

    বরিশাল বিএম কলেজে ছাত্র শিবিরের উদ্যােগে ২ দিন ব্যাপি স্বাস্থ্যসেবা ক্যাম্পে ব্যাপক সাড়া দিয়েছে শিক্ষার্থীরা। প্রথম দিনেই সহস্রাধিক শিক্ষার্থী...