More

    ভোলায় ২ পাইপগান-গুলিসহ তিন ডাকাত আটক

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ ভোলায় দুইটি পাইপগান ও ১৫ রাউন্ড গুলিসহ তিন ডাকাতকে আটক করেছে ডিবি পুলিশ। তারা হলেন, মো. আব্বাস (৩০), রুবেল (২৮) ও মিরাজ (৩০)। মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাত ৯টার দিকে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কোড়ালিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

    ভোলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা কোড়ালিয়া এলাকায় অভিযান পরিচালনা করি।

    এ সময় ডাকাতির প্রস্তুতিকালে ওই তিন ডাকাতকে আটক করি। তিনি জানান, এ সময় তাদের কাছ থেকে দুইটি পাইপগান ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরগুনায় নিজ ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    নিজস্ব প্রতিবেদক, বরগুনা : বরগুনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চরকলোনী স্টেডিয়াম এলাকায় রাবেয়া আক্তার (২৮) নামে এক গৃহবধূর মরদেহ...