কালকিনি (মাদারীপুর) থেকে মোঃ নাসির উদ্দিন ফকির লিটন মাদারীপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোসাঃ তাহমিনা বেগমকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ শুক্রবার সকালে স্থানীয় মিনি অডিটোরিয়াম হলরুমে কালকিনি ও ডাসার উপজেলা মুক্তিযোদ্ধা পরিষদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ সংবর্ধনা দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ,
উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মশিউর রহমান সবুজ, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা মিঠু,উপজেলা মুক্তিযোদ্ধা পরিষদের সাবেক কমান্ডার আবদুল জলিল, সাবেক ডেপুটি কমান্ডার আবদুল মালেক,
বীরমুক্তিযোদ্ধা আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান ও অন্যান্য বীর মুক্তিযোদ্ধা সহ সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক মজিবুর রহমান প্রমুখ