More

    কালকিনিতে স্ত্রীর সাথে অভিমান করে রাজমিস্ত্রীর আত্মহত্যা

    অবশ্যই পরুন

    কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে পারিবারিক কলহের জেরে গলায় ওড়না পেঁচিয়ে এক রাজমিস্ত্রী আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

    শুক্রবার রাতে আলীনগর ইউনিয়নের গদাধরদী গ্রামে দেলোয়ার আকনের ভাড়া বাসা থেকে লাশ উদ্ধার করেছে কালকিনি থানা পুলিশ।

    নিহত শামিম বেপারী নেহাল (২২) ডাসার থানার গোপালপুর এলাকার মফিজুল বেপারীর ছেলে।

    পুলিশ ও এলাকা সূত্রে জানা যায়, গত বছরের মে মাসে বিয়ে করেছিল শামিম। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কহল হয়ে আসছিলো।

    শুক্রবার রাতে স্ত্রী টিভি দেখছিলো সেই সুযোগে শামীম ঘরের বারান্দার রুমের দরজা আটকে দেয়। পরে শামিমের কোন সাড়াশব্দ না পেলে স্ত্রীর সন্দেহ হলে দরজার ফাঁকা দিয়ে শামিমকে ওড়না দিয়ে ফাঁস দিয়ে ঘরের রুয়ার সাথে ঝুলতে দেখে। পরে নিহত শামিমের স্ত্রী চিৎকার চেচামেচি করলে আশেপাশের লোকজন ছুটে এসে ফাঁস দেওয়া অবস্থায় শামিমকে দেখতে পায়।

    পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে দরজা ভেঙে লাশ উদ্ধার করেন।

    কালকিনি থানার অফিসার ইনচার্জ সরকার আবদুল্লাহ আল মামুন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ মাদারীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    আশুলিয়ায় ভাড়া বাড়িতে স্বামী-স্ত্রী-সন্তানের লাশ উদ্ধার

    আশুলিয়ার নরসিংহপুর এলাকা থেকে স্বামী, স্ত্রী ও কন্যাসহ একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকালে...