কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ ‘সকলে মিলে শীতার্তদের পাশে দাঁড়াই’ এই স্লোগানকে সামনে রেখে ফিরোজ মাহমুদ বুলু বেপারী প্রতিষ্ঠিত আর্তমানবতা মূলক অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন শিকারমঙ্গল মানব কল্যাণ সংগঠনের পক্ষ থেকে শিকারমঙ্গল ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার বিকালে ৪২নং শিকারমঙ্গল প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতার্ত ও অসহায় পাঁচ শতাধিক পরিবারের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এম এ কুদ্দুস বেপারি শিকারমঙ্গল ইউপি সাবেক চেয়ারম্যান,প্রধান শিক্ষক সেলিম রেজা,জামাল রাড়ী, কালাম মাঝি,
রহিম বেপারি, শিকারমঙ্গল মানব কল্যান সংগঠনের উপদেষ্টা আবুল খায়ের মোল্লা, উপদেষ্টা ও শিক্ষক গোলাম কিবরিয়া, উপদেষ্টা আবুবক্কর সরদার, লোকমান বেপারি, আনিচ বেপারি, মোতাহার হাওলাদার, জামাল হাওলাদার, খোকন বেপারি, সংগঠনের সভাপতি বিএম রাজিব হোসেন, সজিব খান,
রুবেল সরদার, সাকিব সরদার, চুন্নু বেপারী, জুলহাস হাওলাদার, মো: রাকিব হাওলাদার, কাজী রায়হান, আবু নাঈম ,রানা হোসেন হৃদয়, হাসান সরদার,রাকিব হাওলাদার, শান্ত বেপারী,রিয়াজ বেপারি,ওসমান হাওলাদার
সহ ডাসার ও কালকিনি উপজেলার ১৫টি ইউনিয়ন শাখা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা। কালকিনি ও ডাসার উপজেলার ১৫ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৫ হাজার কম্বল বিতরণ করা হয়েছে।