More

    ‘কুয়াকাটা হবে একটি বিশ্বমানের পর্যটনকেন্দ্র’

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মহিববুর রহমান বলেছেন, ‘পটুয়াখালীর কুয়াকাটা হবে একটি বিশ্বমানের পর্যটনকেন্দ্র। বরিশাল বিভাগ হবে স্মার্ট বাংলাদেশের প্রতিচ্ছবি।’ গতকাল শনিবার কুয়াকাটা রাখাইন মহিলা মার্কেট মাঠে পৌর আওয়ামী লীগ ও পৌর মেয়রের আয়োজনে এ মতবিনিময় সভায় মহিবুর রহমান এসব কথা বলেন।

    কুয়াকাটায় সরকারি কর্মকর্তা, বিভিন্ন পেশাজীবী, শিক্ষক ও জনপ্রতিনিধিদের সঙ্গে তিনি এই মতবিনিময় সভা করেন সভায় কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার প্রমুখ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    আশুলিয়ায় ভাড়া বাড়িতে স্বামী-স্ত্রী-সন্তানের লাশ উদ্ধার

    আশুলিয়ার নরসিংহপুর এলাকা থেকে স্বামী, স্ত্রী ও কন্যাসহ একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকালে...