More

    আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইশত কেজি জাটকা জব্দ

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইশত কেজি জাটকা জব্দ করা হয়েছে। এসময় জাটকা পরিবহনের কারনে গাড়ির চালককে জরিমানা করা হয়েছে। জাটকা বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।

    আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে গৌরনদী—আগৈলঝাড়া—গোপালগঞ্জ মহাসড়কের আগৈলঝাড়ার বাইপাস সড়কের ফুল্লশ্রী নামক স্থানে একটি কাভার ট্রাকে অভিযান চালিয়ে দুইশত কেজি জাটকা মাছ জব্দ করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন।

    এসময় খুলনা জেলার রুপসা এলাকার গাড়ী চালক মো. আব্দুল সত্তারকে জাটকা পরিবহনের অপরাধে ৫হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

    জব্দকৃত জাটকা বিভিন্ন এতিমখানার এতিমদের মাঝে বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, থানার এসআই শফিকুর রহমান প্রমুখ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ২ ওভারে ২ উইকেট হারিয়ে ০ রান বাংলাদেশের

    যতটা সম্ভব বাজেভাবে ম্যাচ শুরু করা সম্ভব, করেছে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে কোনো রান...