More

    আগৈলঝাড়ায় অফিসের প্রবেশ পথে চেয়ার—টেবিল ও রশি টানিয়ে কক্ষেই অফিস করছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা অফিস চলাকালীন সময় অফিসের যাতায়াতের পথে চেয়ার, টেবিল ও রশি টানিয়ে “অফিসের উন্নয়ন কাজ চলমান” লিখে ভিতরে অফিস কক্ষে অফিস করছেন তিনি। এমনি ঘটনা ঘটেছে আগৈলঝাড়া উপজেলায়। উপজেলা পরিষদ ভবনের চতুর্থ তলায় উত্তর—পূর্ব পাশে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের প্রবেশ মুখে চেয়ার, টেবিল ও রশি টানিয়ে “অফিসের উন্নয়ন কাজ চলমান” লিখে অফিসে যাতায়াতের পথ বন্ধ করে রাখে।

    এমন ঘটনা দেখে সাধারণ লোকজন অনেকেই ফিরে যান। গতকাল সোমবার সকালে উপজেলার বিভিন্ন এলাকার সাধারণ লোকজন ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সভাপতিরা কাজের জন্য ওই দপ্তরে আসলে অফিসের পথে রশি টানানো দেখে অনেকে ফিরে যান। তখন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা তার নিজের অফিস কক্ষে অবস্থান করছিলেন।

    এসময় সেবা গ্রহীতা গৈলা গ্রামের শাহাবুদ্দিন সর্দার কর্মকর্তার সাথে দেখা করতে না পেরে ক্ষোভ প্রকাশ করে ফিরে যান। এছাড়াও দুপুরের দিকে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা উন্নয়ন প্রকল্পের একাধিক সভাপতি নাম প্রকাশ না করার শর্তে কর্মকর্তার এহেন কর্মকাণ্ডের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। এসময় তারা সরকারী নিয়ম সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস সময় থাকলেও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা সরকারী নির্দেশনা অমান্য করে নিজে ইচ্ছেমত অফিস করছেন বলে অভিযোগ করেন।

    এব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা চেয়ার—টেবিল ও রশি টানানোর কথা অস্বীকার করে বলেন, অফিসের কক্ষ পরিবর্তন করে আমি অফিসেই ছিলাম। অফিসে আগত অসংখ্য লোকজনকে সেবা দিয়েছি। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক জানান, অফিসের কাজ করার জন্য এরকম হতে পারে। তবে ব্যাপারটা আমি দেখতেছি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে নিয়ম না মেনে ভাড়া বাড়িতে চলছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম

    বরিশালে নানা অনিয়মের মধ্যে দিয়ে চলছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। নেই স্থায়ী ক্যাম্পাস, ভাড়া বাড়িতে চলছে সকল কার্যক্রম। এরইমধ্যে একটি বেসরকারি...