মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনি উপজেলার শিকারমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ব্যাপক আয়োজনে সম্পন্ন হয়েছে।
শিকারমঙ্গল মানবকল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাতা সমাজ সেবক মো. ফিরোজ মাহমুদ বুলু বেপারীর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মাদারীপুর-০৩ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা তাহমিনা বেগম (এমপি)।
পরে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে ব্যাপক আনন্দ আয়োজনের মাধ্যদিয়ে বিভিন্ন ইভেন্টে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়।
রবিবার সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিকারমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও পৌর কাউন্সিলর মো.আনোয়ার হোসেন বেপারীর সভাপতিত্বে প্রধান শিক্ষক সেলিম রেজা সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মো. আশরাফুজ্জামান বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যাধমিক শিক্ষক সমিতির একাংশের সভাপতি ও কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমির প্রধান শিক্ষক বি.এম হেমায়েত হোসেন,স্কুলের শিক্ষক,
ম্যানেজিং কমিটির সদস্য ও শিকারমঙ্গল মানবকল্যাণ সংগঠনের সভাপতি বি.এম রাজিব হোসেনসহ শিকারমঙ্গল মানবকল্যাণ সংগঠনের নেতৃবৃন্দ।