More

    ভালোবাসা দিবসে রাবিতে ‘প্রেম বঞ্চিত সংঘ’র বিক্ষোভ মিছিল

    অবশ্যই পরুন

    বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে প্রেমের সুষ্ঠু বণ্টনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ মিছিল করেছে প্রেম বঞ্চিত সংঘ। বুধবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে রাবি পরিবহন মার্কেট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।

    এটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারও একই স্থানে এসে শেষ হয়। সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশও করেন। মিছিলে অংশগ্রহণকারীরা স্লোগানে স্লোগানে বলেন ‘তুমি কে আমি কে, বঞ্চিত-বঞ্চিত। কেউ পাবে, কেউ পাবে না, তা হবে না হবে না। প্রেমের নামে প্রহসন, চলবে না চলবে না। ’ এসব স্লোগান ও কোরাসে আজকের সকালের ক্যাম্পাস মুখরিত করে তোলেন তারা।

    সংগঠনটির সভাপতি মোকতাদীর মাহ্দি বিন ওমর বলেন, আমাদের এই সংগঠনের মূল লক্ষ্যই হচ্ছে প্রেমের সুষম বণ্টন করা। আমরা প্রেমের বিরোধী না। একজন এক সঙ্গে অনেকগুলো প্রেম করে। প্রেমের নামে এসব ভণ্ডামি বন্ধ করতে হবে। আর অর্থ, মোহ, সৌন্দর্য এসবের ওপর ভালোবাসা ত্যাগ করতে হবে।

    সাধারণ সম্পাদক এহসান আহমেদ আকাশ বলেন, ভালোবাসা দিবসে রাবিতে ‘প্রেম বঞ্চিত সংঘ’র বিক্ষোভ মিছিল ‘আমরা কোনো না কোনোভাবে প্রেম থেকে বঞ্চিত। অনেকে পুঁজিবাদী প্রেমের দিকে ছুটছেন আমরা সেটি চাই না। আমরা খুব স্বাভাবিক ও সাবলীল প্রেমের সম্পর্ক চাই। এছাড়া গরীব-অসহায়দের মধ্যে খাবার বিতরণ ও বৃক্ষরোপণ করেন তারা। এতে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    আফগানিস্তানকে হারিয়ে লঙ্কানদের দিকে তাকিয়ে টাইগাররা

    আফগানিস্তানকে ৮ রানে হারিয়ে সুপার ফোরের দৌড়ে টিকে রইল বাংলাদেশ। তবে লঙ্কানদের দিকে তাকিয়ে থাকলে হচ্ছে টাইগারদের। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর)...