More

    কুমিল্লাই যোগ দিলেন রাসেল-নারাইন

    অবশ্যই পরুন

    বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১০ম আসর মাতাতে বাংলাদেশে পৌঁছেছেন দুই ক্যারিবীয় সুপারস্টার আন্দ্রে রাসেল ও সুনীল নারাইন। কুমিল্লার পরের ম্যাচ থেকেই এই দুই তারকাকে মাঠে দেখা যেতে পারে।

    রাসেল ও নারাইন দুজনই হয়ে উঠেছেন কুমিল্লার ঘরের ছেলে। গত মৌসুমে দলকে শিরোপা জেতাতে রেখেছেন বড় ভূমিকা। এবার নারাইন ব্যস্ত ছিলেন আইএলটি-২০ লিগে, আর রাসেল খেলছিলেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে। সেসব ব্যস্ততা সেরে দুজনই এবার একসাথে এলেন বাংলাদেশে, একই দলের হয়ে খেলতে।

    তাদের দেশে পৌঁছানো ও দলে যোগদানের খবর জানিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফেসবুকে লিখেছে, ‘ক্যারিবীয় কিংবদন্তি, কুমিল্লা ভিক্টোরিয়ান্স পরিবারের অন্যতম দুই সদস্য সুনীল নারাইন আর আন্দ্রে রাসেল চলে এসেছেন। এবার হবে মজা!’

    কুমিল্লা তাদের পরবর্তী ম্যাচ খেলবে আগামী সোমবার (১৯ ফেব্রুয়ারি), সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে। দুই কিংবদন্তিকে এই ম্যাচেই আসরে প্রথমবারের মতো কুমিল্লার জার্সিতে খেলতে দেখা যেতে পারে।

    অন্যান্য লিগের কারণে বিপিএলের মাঝপথে অনেক তারকা ক্রিকেটারই বাংলাদেশ ছেড়েছেন। এজন্য নতুন ক্রিকেটারের খোঁজে ছুটতে হচ্ছে ফ্র্যাঞ্চাইজিদের। পেশাদারিত্ব দেখিয়ে প্রশংসা কুড়ানো কুমিল্লা অবশ্য আগে থেকেই এসব পরিকল্পনা সাজিয়ে রেখেছে। এরই অংশ হিসেবে বিপিএলের শেষ ভাগে দলে যোগ দিলেন রাসেল ও নারাইন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    অবৈধ দখলমুক্ত হওয়ার পরে প্রাণ ফিরে পেয়েছে বরিশাল বেল’স পার্ক

    নগর প্রশাসকের সরাসরি তত্ত্বাবধানে শনিবার রাতভর বরিশাল মহানগরীর শ্রান্তি–বিনোদনের প্রাণকেন্দ্র বেল’স পার্ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ফলে...