More

    বরিশালে যোগ দিচ্ছেন মিলার

    অবশ্যই পরুন

    দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটারের ডাকনাম ‘কিলার মিলার।’ আইপিএলসহ দুনিয়াজোড়া ফ্র্যাঞ্চাইজি লিগ কাঁপালেও বিপিএল খেলা হয়নি তার। চলতি আসরে মিলারকে প্রথমবারের মতো দলে ভিড়িয়েছে ফরচুন বরিশাল। প্লে-অফে দলটির সঙ্গে যোগ দেবেন তিনি।

    আসরে ১০ ম্যাচে ছয় জয়ে ১২ পয়েন্ট নিয়ে বরিশাল আছে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে। প্লে-অফ প্রায় নিশ্চিত তামিম ইকবালদের। সেরা দুইয়ে থাকতে পারলে সরাসরি কোয়ালিফায়ার খেলার সুযোগ রয়েছে। তবে, রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে টপকে সেরা দুইয়ে আসাটা কঠিন। তৃতীয় ও চতুর্থ দল খেলবে এলিমিনেটর রাউন্ড।

    বিপিএলের পরিবর্তিত সূচি অনুযায়ী ২৬ ফেব্রুয়ারি প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর এবং ২৮ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফার অনুষ্ঠিত হবে। এর আগেই বরিশাল শিবিরে যোগ দেবেন ডেভিড মিলার। প্রথমবারের মতো মাতাবেন বিপিএলের মঞ্চ। মিলার ছাড়াও বরিশালে আছে কেশভ মহারাজ, কাইল মায়ার্স, আহমেদ শেহজাদরা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পিরোজপুরে হাদি হত্যার প্রতিবাদে হাদির প্রতীকী মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল

    পিরোজপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে এবং হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের...