More

    কালকিনিতে হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর-লুটপাট” আহত-১৫

    অবশ্যই পরুন

    মাদারীপুর প্রতিনিধিঃ জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মাদারীপুরের কালকিনিতে ৫টি বসত বাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় মহিলাসহ ১৫ জন আহত হয়েছে।

    আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রেসহ বিভিন্নস্থানে ভর্তি করা হয়েছে। পরে খবর পেয়ে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ বিষয় থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। আজ সোমবার সকালে এ হামলার ঘটনা ঘটে।

    পুলিশ ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানাগেছে, উপজেলার শিকারমঙ্গল এলাকার ভবানীপুর গ্রামের স্যানেটারী ব্যবসায়ী শিকবার হাওলাদারের সঙ্গে একই এলাকার নজরুল খার বাড়ির জমির সীমানা নিয়ে শত্রুতা চলে আসছে।

    এর জের ধরে নজরুল খার নেতৃত্বে দলবল নিয়ে দেশী অস্ত্রে সজ্জিত হয়ে তারা রেজ্জাম আলী, আকফত হাওলাদার, আকমর হাওলাদার ও শিকবার হাওলাদারের বসতবাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে এবং হামলাকারীরা শিকবার হাওলাদার ঘর থেকে স্বর্ণলঙ্কার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়।

    এসময় তাদের বাধা দিলে হেলেনা বেগম(৪৫), সেনোয়ারা বেগম(৫০), পলী খানম(১৬), হাওয়া বেগম(৫০), সেলিনা(৪৮) নেছা হাওলাদার(৩৮), তৃনা খানম(৩০) ও শিকবার হাওলাদারসহ(৪৮) ১৫ জন আহত হয়। আহতদেরকে কালকিনি হাসপাতাল ও বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে ।

    পরে খবর পেয়ে ঘনাস্থলে পুলিশ মোতালন করা হয়েছে। ভুক্তভোগী শিকবার হাওলাদার জানান, নজরুল খার নেতৃত্বে মিজানুর মেম্বার তার ভাড়াটে দলবল নিয়ে বিনা অপরাধে আমাদের বারি ঘরের উপর হামলা চালিয়েছে। আমাদের লোকজনকে আহত করা হয়েছে।

    আমরা মামলার প্রস্তুতি নিয়েছে। অভিযুক্ত নজরুল খা জানান, আমাকে এবং আমার লোকজনকে আগে মারধর করেছে শিকবারের লোকজন। এ ব্যাপারে কালকিনি থানার ওসি মামুন হোসেন বলেন, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    দল ছেড়ে অন্য দলে যাবার প্রশ্নই ওঠে না, বিবিসি বাংলাকে রুমিন ফারহানা

    দলীয় মনোনয়ন না পেলেও দলের সাথে থেকেই রাজনীতি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন বিএনপি নেত্রী রুমিন ফারহানা। দল ছেড়ে অন্য...