More

    নেছারাবাদে বর্তমান ইউপি চেয়ারম্যানের হাতে সাবেক চেয়ারম্যানকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

    অবশ্যই পরুন

    নেছারাবাদে আটঘর কুড়িয়ানা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও পিরোজপুর জেলা আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক শেখর কুমার সিকদারকে পিটিয়ে হত্যার অভিযোগে মানববন্ধন করা হয়েছে।

    শুক্রবার বিকেলে উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের কুড়িয়ানা বাজারে ইউনিয়নের সর্বস্তরের জনগণ ব্যানারে ওই মানববন্ধন করা হয়।

    ইউনিয়নের বর্তমান ইউপি চেয়ারম্যান মিঠুন হালদার সহ তার সহযোগী সন্ত্রাসীদের হাতে গত ত্রিশ জানুয়ারি সকালে শেখর কুমার সিকদারকে প্রকাশ্য হত্যা করা অভিযোগে তারই প্রতিবাদে ওই মানববন্ধন পালন করা হয়েছে।

    মানববন্ধনে শেখর কুমার সিকদার হত্যার সাথে জড়িত সকল আসামিদের দ্রুত গ্রেফতার সহ উপযুক্ত শাস্তির দাবি জানানো হয়।

    ঘণ্টাব্যাপীওই মানববন্ধনে বক্তব্যে রাখেন, দীলিপ সিকদার,রতন সিকদার,জহর মন্ডল,সঞ্জীব রায়,উত্তম হালদার,সৈলেন মন্ডল,অমল মন্ডল,স্বপন দেউরী, রিপন হালদার,সবুজ মজুমদার প্রমুখ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পাথরঘাটার নাচনাপাড়ায় দুটি ব্রিজ ভেঙে জনদুর্ভোগ

    আরিফ তৌহীদ:পাথরঘাটা প্রতিনিধি : বরগুনার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া বাজারসংলগ্ন দুটি ব্রিজ ভেঙে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন দুই উপজেলার কয়েক...