চট্টগ্রাম পর্বের খেলা শেষে বিপিএল ফিরেছে ঢাকায়। আগামী ২৩ ফেব্রুয়ারি মিরপুরে অনুষ্ঠিত হবে প্রথম রাউন্ডের শেষ ম্যাচ। তার আগেই বিপিএল ছাড়ছেন ফরচুন বরিশালের দুই তারকা দক্ষিণ আফ্রিকার বাঁ-হাতি স্পিনার কেশব মহারাজ ও ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটার টম ব্যান্টন। দুইজনই প্রথমবারের মতো খেলতে এসেছিলেন বিপিএলে।
মহারাজ ও ব্যান্টন ইনজুরির কারণে ছিটকে গেলেন টুর্নামেন্টটি থেকে। আঙুলের চোটে দেশে ফিরে গেছেন কেশব মহারাজ। টম ব্যান্টন ভুগছেন কুঁচকির ইনজুরিতে।
প্রথমবারের মতো বিপিএল খেলতে এসে মাত্র এক ম্যাচই খেলেছেন টম ব্যান্টন। রংপুরের বিপক্ষে ২৪ বলে করেন ২৬ রান। অন্যদিকে তিন ম্যাচ খেলার সুযোগ হয়েছে কেশব মহারাজের। বল হাতে তিন উইকেট তার।
মহারাজ ও ব্যান্টন বিদায় নিলেও শেষ পর্বে ফরচুন বরিশালে যোগ দিচ্ছেন ‘কিলার মিলার’ খ্যাত প্রোটিয়া ব্যাটার ডেভিড মিলার। আগামী ২৪ ফেব্রুয়ারি বরিশালের ক্যাম্পে যোগ দেবেন তিনি। সব ঠিক থাকলে ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া প্লে অফ ম্যাচ খেলবেন মিলার। ফরচুন বরিশাল বিষয়টি নিশ্চিত করেছে।