More

    শক্তি বাড়িয়ে কুমিল্লার বিপক্ষে নামছে ফরচুন বরিশাল

    অবশ্যই পরুন

    এখনও প্লে-অফ নিশ্চিত করতে পারেনি তামিম ইকবালের দল ফরচুন বরিশাল। তাদের প্লে-অফে ওঠা নির্ভর করছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচের ওপর। আগামী শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে দুই দল।
    এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কিছুটা হলেও বিপাকে বরিশাল। কারণ দলটির দুই বিদেশি তারকা কেশভ মহারাজ এবং টম ব্যান্টন ইতোমধ্যেই বিপিএল ছেড়েছেন। তবে বরিশাল ভক্তদের জন্য খানিকটা স্বস্তির খবর, এই দুই ক্রিকেটারের ঘাটতি পুষিয়ে নিতে এবার জেমস ফুলারকে দলে ভিড়িয়েছে ফরচুনরা।

    দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণ করা এই পেস বোলিং অলারাউন্ডার আজ বিকেলে বাংলাদেশে আসবেন। ঢাকায় পা রেখে আজই বরিশালের টিম হোটেলে যোগ দেবেন তিনি। আগামীকাল কুমিল্লা ভিক্টরিয়ান্সের বিপক্ষে একাদশে দেখা যেতে পারে তাকে।

    এদিকে দক্ষিণ আফ্রিকার মারকুটে ব্যাটার ডেভিড মিলারের বরিশালে যোগ দেওয়ার কথা শোনা গিয়েছিল। তবে তিনি কবে নাগাদ আসবেন সেটি নিশ্চিত করে জানা যায়নি। এর ভেতর মিলার দলটিতে যোগ না দিলে, বিদেশি ক্রিকেটারের কোটা পূরণ করতে বেগ পেতে হবে দলটির।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    আগৈলঝাড়ায় বিপুল পরিমাণ ইয়াবা ও গাজাসহ এক মাদক ব্যবসায়ীসহ ৩ জন গ্রেপ্তার

    বরিশালের আগৈলঝাড়ায় বিপুল পরিমান মাদকসহ চিহ্নিত শীর্ষ এক মাদক ব্যবসায়ীসহ ৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।...