More

    কলাপাড়ায় বিশ্ব বন্যপ্রাণী দিবসে মানববন্ধন আলোচনা সভা

    অবশ্যই পরুন

    কলাপাড়ার কুয়াকাটায় বিশ্ব বন্যপ্রাণী দিবস উপলক্ষ্যে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    ‘পৃথিবীর অস্তিত্বের জন্য প্রাণিকুল বাঁচাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত হচ্ছে। রোববার বেলা ১১টায় কুয়াকাটা রাখাইন মহিলা মার্কেট মাঠে মানববন্ধনের আয়োজন করে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, কুয়াকাটা প্রেসক্লাব, আমরা কলাপাড়া বাসী, এনিমেল লাভার্স অব পটুয়াখালী ও কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটি।

    মানববন্ধন শেষে কুয়াকাটা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওয়াটার কিপার্স বাংলাদেশ কলাপাড়ার সমন্বায়ক মেজবাহউদ্দিন মাননুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লব।

    অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরিবেশ কমীর নজরুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন, সাইফুল্লাহ মাহমুদ, জহির আহম্মেদ, কেএম বাচ্চু প্রমুখ।

    বক্তারা বন্যপ্রাণী বিপন্ন রোধে সচেতনতা বৃদ্ধি ও রক্ষায় করণীয় বিষয়ে আলোচনা করেন। সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ২ ওভারে ২ উইকেট হারিয়ে ০ রান বাংলাদেশের

    যতটা সম্ভব বাজেভাবে ম্যাচ শুরু করা সম্ভব, করেছে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে কোনো রান...