More

    ট্রফি নিয়ে যেদিন বরিশাল যাচ্ছেন তামিমরা

    অবশ্যই পরুন

    প্রথমবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শিরোপার স্বাদ পেয়েছে ফরচুন বরিশাল। চ্যাম্পিয়ন হওয়ার পরই বরিশালের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন দলটির অধিনায়ক তামিম ইকবাল।

    এবার সমর্থকদের আরও বড় সুসংবাদ দিয়েছেন ফ্র্যাঞ্চাইজিটির মালিক মিজানুর রহমান। ঘরোয়া এই টুর্নামেন্টের শিরোপা নিয়ে দক্ষিণাঞ্চলে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

    রোববার (৩ মার্চ) নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে এই ঘোষণা দেন তিনি। তার দাবি, ৭ মার্চের পর যেকোনো দিন ট্রফি নিয়ে বরিশাল যাবেন তারা।

    সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় ফরচুন বরিশালের মালিকের ভাষ্য, আমাদের সমর্থন করার জন্য ফরচুন বরিশালের সব সমর্থককে ধন্যবাদ জানাচ্ছি। আমরা ট্রফি নিয়ে ৭ তারিখের পরপরই যেকোনো একদিন বরিশালে আসছি। আপনারা আমাদের এই উদযাপনের সঙ্গে থাকুন।

    তিনি যোগ করেন, বরিশাল বিভাগের সব জেলার সমর্থককে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। ৭ তারিখের পর আমরা যেই তারিখ দেব, ওই তারিখে আপনারা দয়া করে চলে আসবেন।

    উল্লেখ্য, শুক্রবার (১ মার্চ) বিপিএলের ফাইনালে চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানসকে হারিয়ে শিরোপা জিতেছে ফরচুন বরিশাল। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বরিশাল।

    প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে বরিশালকে ১৫৫ রানের সহজ লক্ষ্য দেয় চারবারের চ্যাম্পিয়নরা। জবাব দিতে নেমে ৬ বল এবং ৬ উইকেট হাতে থাকতেই প্রথমবার বিপিএলের শিরোপা উল্লাসে মাতে দক্ষিণ অঞ্চলের দলটি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ২ ওভারে ২ উইকেট হারিয়ে ০ রান বাংলাদেশের

    যতটা সম্ভব বাজেভাবে ম্যাচ শুরু করা সম্ভব, করেছে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে কোনো রান...