More

    চরফ্যাশন সাড়ে ৫০০ ইয়াবা জব্দ, নারীসহ গ্রেপ্তার ৪

    অবশ্যই পরুন

    ভোলার চরফ্যাশন সাড়ে ৫০০টি ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে এওয়াজপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাদক কারবারী লিটনের বসত ঘর থেকে মাদকসহ তাদের গ্রেপ্তার করে গতকাল শুক্রবার সকালে আদালতে সোপর্দ করা হয়।

    গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মমতাজ বেগম, শাহিন মাঝি, আহসান ফরাজী ও চাকিদার (২১)। পুলিশ জানায়, লিটন মাদক ব্যবসায় জড়িত ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। বৃহস্পতিবার রাতে লিটনের বাড়িতে মাদকের চালান নিয়ে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালানো হয়।

    এ সময় লিটনের স্ত্রী মমতাজের কাছ থেকে সাড়ে ৫০০টি ইয়াবা জব্দ করা হয়েছে। এবং লিটনের স্ত্রী মমতাজের সহযোগী আরও তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শশীভুষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. জিল্লুর রহমান জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরগুনায় নিজ ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    নিজস্ব প্রতিবেদক, বরগুনা : বরগুনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চরকলোনী স্টেডিয়াম এলাকায় রাবেয়া আক্তার (২৮) নামে এক গৃহবধূর মরদেহ...