বাজারে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি পাওয়ায় সরকার টিসিবির মাধ্যমে বরিশালের আগৈলঝাড়ায় চার প্রকারের পণ্য বিক্রি শুরু হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে গতকাল বুধবার সকালে আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়ন পরিষদে ন্যায্য মূল্যে ছোলা, চাল, সয়াবিন তৈল ও মসুরের ডাল বিক্রির কার্যক্রম শুরু করেন।
কালাচাঁদ দাস এন্টারপ্রাইজ নামে এক ডিলার আগৈলঝাড়া উপজেলায় ন্যায্যমূল্যে নিত্য পণ্য বিক্রি করছেন। প্রতিজন ৫কেজি চাল, ১কেজি ছোলা, ২কেজি সয়াবিন তৈল ও ২কেজি মসুরের ডাল ক্রয় করতে পারবেন। ৯শত ২২ জন ক্রেতা চার প্রকারের টিসিবির পণ্য ৫২৫ টাকায় কিনতে পেরে কিছুটা স্বস্তি পেয়েছে।
এদিকে ন্যায্যমূল্যে পণ্য কিনতে পেরে এলাকার দরিদ্র ও কর্মজীবীরা উপকৃত হওয়ার পাশাপাশি পুরো রমজান মাসে টিসিবির পণ্য বিক্রির আহ্বান জানান ক্রেতারা। এসময় উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, ইউপি চেয়ারম্যান বিপুল দাস, ইউপি সদস্য বিনয় ভূষণ, মামুন পাইকসহ প্রমুখ।