More

    বরিশালে অভয়াশ্রমে মাছ ধরায় ২৩ জেলের কারাদণ্ড

    অবশ্যই পরুন

    নিষিদ্ধ সময়ে অভয়াশ্রামে মাছ ধরায় বরিশালের হিজলায় ২৩ জেলেকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি আনুমানিক ১২ লাখ টাকা মূল্যের দুই লাখ মিটার কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) সকাল থেকে হিজলা উপজেলাধীন মেঘনা নদীর বিভিন্ন অংশে যৌথভাবে এ অভিযান পরিচালনা করে মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসন।

    উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, আটক ২৩ জেলেকে সকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। অভিযানে পুলিশের একটি টিম সহযোগিতা করে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    আরও ৯৮ বাচ্চার মা হতে চান পরীমণি

    চিত্রনায়িকা পরীমণির ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা কম নয়। বর্তমানে সিঙ্গেল মাদার হিসেবে দুই সন্তানের মা তিনি। যদিও কন্যা সন্তান...