More

    আগৈলঝাড়ায় প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাঙচুর, স্বর্নলংকার লুটপাটসহ মা ও মেয়েকে শারীরিক নির্যাতন, শ্লীলতাহানী। থানায় মামলা দায়ের

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়ায় মামলার সাক্ষীতে ক্ষতি হওয়ায় প্রতিপক্ষের লোকজন হামলা করে বাড়িঘর ভাঙচুর, স্বর্নলংকার লুটপাটসহ মা ও মেয়েকে শারীরিক নির্যাতন করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।

    এমনকি তাদের শ্লীলতাহানীর ঘটনাও ঘটানো হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আহত ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের চাউকাঠী গ্রামের মিজানুর রহমানের স্ত্রী ফরিদা বেগম স্থানীয় একটি মামলার সাক্ষী ছিল।

    সে ওই মামলায় সাক্ষী দেওয়ায় প্রতিপক্ষের ক্ষতি হওয়ার অভিযোগে সোহেল হাওলাদার, জাকির হাওলাদারের নেতৃত্বে ৫—৬ জনের একটি দল ১৪ মার্চ দুপুরে মিজানুর রহমানের বাড়িতে গিয়ে গালমন্দ করে তাদের উপর হামলা করে।

    এঘটনায় প্রতিবাদ করায় মিজানুর রহমানের ঘরে হামলা করে ঘরের আসবাবপত্র ভাঙচুর, স্বর্নলংকার লুটপাটসহ মা ও মেয়েকে শারীরিক নির্যাতন করে গুরুতর আহত করে রাস্তায় ফেলে রাখে। পরে তাদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

    এমনকি তাদের শ্লীলতাহানীর ঘটনাও ঘটানো হয়েছে বলে মামলায় উল্লেখ করে। এঘটনায় মিজানুর রহমান বাদী হয়ে আগৈলঝাড়া থানায় ১৫ মার্চ রাতে মামলা দায়ের করেন। ওই মামলার আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলম চাঁদ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    অন্তর্বর্তী সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে : মির্জা ফখরুল

    অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব বলেন, রাজনৈতিক...