বরিশালে রাতের আঁধারে কীর্তনখোলা নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি চক্র। দিনের বেলায় ড্রেজারগুলো নদীর লামচরী প্রান্তে ভেড়ানো থাকলেও রাত হলেই শুরু হয় বালু উত্তোলন। এদিকে অব্যাহত বালু উত্তোলনের ফলে ভাঙনের কবলে পড়েছে নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকা।
এলাকাবাসীর অভিযোগ, বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের উত্তর লামচরীর কীর্তনখোলা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে অবৈধ ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করছে ওই চক্রটি। তারা প্রতিদিন রাত ১০টা থেকে পরদিন সকাল ৭টা পর্যন্ত এই বালু উত্তোলন করে। এতে নদীভাঙনের হুমকির মুখে পড়তেছে উত্তর লামচরী, মধ্য লামচরী ও চরকান্দার বিস্তীর্ণ জনপদের বাসিন্দারা।
এ বিষয়ে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুব উল্লাহ মজুমদার বলেন, আমরা প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছি। গত রাতেও অন্য একটি যায়গায় অভিযান পরিচালনা করে দুটি ড্রেজার আটক করেছি।