More

    বরিশালে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

    অবশ্যই পরুন

    বরিশাল নগরীতে কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেক যাত্রী। বৃহস্পতিবার সকালে নগরীর রূপাতলী র‌্যাব-৮ এর সদর দপ্তরের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে কোতোয়ালি মডেল থানার ওসি আরিচুল হক জানান। নিহত মো. রিয়াজ উদ্দিন সুমন (৪৫) নগরীর নিউ ভাটিখানা রোডের বাসিন্দা সৈয়দ আলীর ছেলে।

    আহত আরোহী মো. বেল্লাল বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানায়, সুমন ও বেল্লাল মোটরসাইকেলে নগরীর কালিজিরা ব্রিজ থেকে রূপাতলী বাস টার্মিনালের দিকে যাচ্ছিলেন। বিপরীতমুখী কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে দুজনই গুরুতর আহত হন।

    বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর কাভার্ড ভ্যান নিয়ে চালক পালিয়েছে জানিয়ে ওসি বলেন, নিহতের লাশ বিনা ময়নাতদন্তে নেওয়ার জন্য পরিবার আবেদন করেছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আওয়ামী লীগের মিছিলের চেষ্টা, আটক ৪

    বরিশাল নগরীর কাশিপুরে মশাল নিয়ে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের চারজনকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। রোববার সন্ধ্যায়...